ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিবি অফিসে বসেই কলেজছাত্রীকে মারধরের হুমকি ছাত্রলীগ নেতার! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
ডিবি অফিসে বসেই কলেজছাত্রীকে মারধরের হুমকি ছাত্রলীগ নেতার!  বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা

বরগুনা: বরগুনা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসে বসেই এক কলেজছাত্রীকে মারধরের হুমকি দিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী কলেজছাত্রী পাথরঘাটার কাঠালতলী ইউনিয়নের কালিপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় একইদিন রাতে বরগুনা থানায় লিখিত অভিযোগ করেন ওই কলেজছাত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)  বিকেলে এক বন্ধুকে নিয়ে ইজিবাইকে করে যাচ্ছিলেন ওই কলেজছাত্রী। তারা বরগুনা ফায়ার সার্ভিস অফিসের সামনে আসলে তাদের গতিরোধ করে মোবাইলফোনে ভিডিও ধারণ করে জেলা ছাত্রলীগের সভাপতি রেজার অনুসারী মো. রিমন। বিষয়টি নিয়ে বরগুনা ডিবি অফিসে অভিযোগ জানায় ওই কলেজছাত্রী।  

এরপর শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সেখানের দায়িত্বরত কর্মকর্তা উভয়পক্ষকে অফিসে ডাকলে রেজা উপস্থিত হয়। এবং ডিবি অফিসেই ওই কলেজছাত্রীকে মারধরের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি।  

পরে এঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী রাতে বরগুনা সদর থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাব ইন্সপেক্টর মারুফ বলেন, ভুক্তভোগী কলেজছাত্রী ডিবি অফিসে এসে মৌখিকভাবে অভিযোগ জানালে কাল সন্ধ্যায় দুই পক্ষকে অফিসে ডাকা হয়। তাদের অফিসে বসতে দিয়ে আমি অভিযানে যাই। শুনেছি এরমধ্যে উভয়পক্ষের কথা কাটাকাটি হয়েছে। পরে ভিডিও ডিলিট করিয়ে উভয়পক্ষের মীমাংসা হয়। মারধরের হুমকির বিষয়ে আমি কিছু জানি না।

এ বিষয়ে কথা বলতে ভুক্তভোগী কলেজছাত্রীকে কয়েকবার ফোন করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।  

এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, আমি একটা প্রোগ্রামে আছি। এ নিয়ে পরে কথা বলব।  

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মিজানুর রহমান বলেন,  একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
এসএএইচ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।