ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে এমপি প্রার্থীর প্রতিবাদ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে এমপি প্রার্থীর প্রতিবাদ 

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় টঙ্গী-আশুলিয়া ইপিজেড সড়কের জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে প্রতিবাদ করেছে শ্রমিক নেতা ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী সারোয়ার হোসেন। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

 

শনিবার (৭ অক্টোবর) সকালে সড়কটির ইউনিক এলাকায় পানিতে নেমে এ প্রতিবাদ জানান তারা।  

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সড়কের জলাবদ্ধতার প্রধান কারণ খাল বন্ধ, অবৈধ দখল ও নির্মাণ, এবং ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা। এ সমস্যা সমাধানে সরকারকে খাল খনন, অবৈধ দখল ও নির্মাণ উচ্ছেদ, এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শ্রমিক নেতা ও ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী সারোয়ার হোসেন বলেন, আমাদের আশুলিয়ায় লাখ লাখ মানুষের বসবাস। আমরা আশুলিয়াকে জলাবদ্ধতামুক্ত চাই। যুগের পর যুগ বছরের পর বছর জলাবদ্ধতা থাকে এই সড়কে। এই অঞ্চলের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারা বিভিন্ন আশ্বাস দিয়ে থাকলেও ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে, অপরিকল্পিতভাবে কারখানা ও বসতবাড়ি করা ও নয়নজুলি খাল ভরে যাওয়ার কারণে এখানে কৃত্রিম বন্যা সৃষ্টি হয়। সড়কের দুই পাশের কারখানার বর্জ্য পানির কারণে সড়কে বন্যা হয়ে যায়। তাই আজকে আমাদের এই প্রতিবাদ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ অক্টোবর) থেকে টানা ২২ ঘণ্টার বৃষ্টিতে ঢাকার প্রবেশ পথ আশুলিয়ার এই গুরুত্বপূর্ণ সড়কটির বাইপাইল থেকে জামগড় পর্যন্ত পানিতে ডুবে যায়। এতে সড়কে চলাচলরত মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০২৩ 
এসএফ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।