ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

এসএ পরিবহন ভবনের আগুন পুরোপুরি নেভানো হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, অক্টোবর ৯, ২০২৩
এসএ পরিবহন ভবনের আগুন পুরোপুরি নেভানো হয়েছে

ঢাকা: রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনের প্রধান কার্যালয়ের গোডাউনে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। এতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে।

সোমবার (০৯ অক্টোবর) পৌনে ৪টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করেছেন মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা হলেও বেলা ২টা ৩০ মিনিটের দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

এর আগে সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইলে অবস্থিত এস এ পরিবহনের প্রধান কার্যালয়ের গোডাউনে আগুন লাগে। ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ১২টি ইউনিট। পৌনে এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।