ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে দগ্ধ  শ্রমিকের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে দগ্ধ  শ্রমিকের মৃত্যু  ফাইল ফটো

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাস লাইন থেকে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। তার নাম মোজাম্মেল (৩০)।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এরআগে শুক্রবার (১৩ অক্টোবর) রাত পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ‘শারমিন স্টিল লিমিটেড’ নামে প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। এতে মোজাম্মেলসহ দগ্ধ হন জাকারিয়া (২২), ইকবাল (২৬), সাইফুল (৩০)  ও শরিফুল (২৫)।

চিকিৎসকরা জানান, মোজাম্মেলের শরীরের প্রায় শতভাগ পুড়ে গিয়েছিল। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভর্তি থাকা বাকি ৪ জনের অবস্থাও আশঙ্কাজনক।

তাদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে ওই ৫ জন কারখানার ভেতর একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টা দিকে সেই রুমের পাশে গ্যাস লাইনের পাইপে একটি বিকট বিস্ফোরণ হয়। এতে তাদের শরীরে আগুন ধরে যায়। তাদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।

মৃত মোজাম্মেলের বাবার নাম নুর হোসেন। বাড়ি শেরপুরের নালিতাবাড়ি উপজেলায়।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।