যশোর: ভোক্তার বিশ্বস্ততা অর্জনের মাধ্যমে বিশ্ববাজারে চিংড়ি রপ্তানি বাড়াতে প্রথমবারের মতো চালু হলো ই-ট্রাকিং সিস্টেম।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে যশোরের চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান এমইউ সী ফুডস্ লিমিটেডে এই পদ্ধতির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এমইউ সী ফুডস লিমিটেডের স্বত্বাধিকারী শ্যামল দাস সেখানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. নাহিদ রশীদ বলেন, ভোক্তাদের কাছে পণ্যের বিস্তারিত তথ্য দিতে এবং বিশ্বস্ততা অর্জন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ই-ট্রাকিং পদ্ধতি। ফলে বিশ্ববাজারে চিংড়ি রপ্তানি আরও বৃদ্ধি পাবে। দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই খাতে রপ্তানি বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে আরও বেশি বেশি কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
ইউজি/এফআর