রাজধানীর আদাবরে পুলিশের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ‘কবজি কাটা’ গ্রুপের সদস্যরা। এই ঘটনায় আল-আমিন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। পরে যৌথবাহিনীর অভিযানে ১০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া।
তিনি জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে। এ ছাড়া আহত পুলিশ কনস্টেবল আল-আমিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনা সম্পর্কে এস এম জাকারিয়া বলেন, আদাবরের শ্যামলী হাউজিংয়ে পলাশ নামে এক যুবক তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। পরে একদল দুর্বৃত্ত তাকে জিম্মি করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ‘কবজি কাটা’ গ্রুপের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় কনস্টেবল আল আমিন ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন।
পরে সেনাবাহিনীসহ পুলিশের অভিযানে ১০২ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
এসসি/আরবি