ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ত্রিশালে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫০, অক্টোবর ২২, ২০২৩
ত্রিশালে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহ: জেলার ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কংক্রিট মিক্সিং বহনকারী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ত্রিশালের রায়মনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে রয়েল কাজী (৩৫) এবং চাঁদপুর জেলার উত্তর মতলব থানা এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে মো. আশিক (৩০)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।  

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় আকিজ কোম্পানির কংক্রিট মিক্সিং বহনকারী ট্রাক ঢাকাগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারা মারা যান।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।