ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়কে র‌্যাব-পুলিশের তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
ঢাকা-আরিচা মহাসড়কে র‌্যাব-পুলিশের তল্লাশি

সাভার (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ঢাকা জেলা ট্রাফিক পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল থেকে মহাসড়কটির সাভার হাইওয়ে থানার কিছুটা উত্তর পাশে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সেখানে যানবাহনের ফিটনেস পেপার ও বৈধ লাইসেন্স যাচাইসহ হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে র‌্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার (এএসপি) সাজ্জাদুর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সকাল থেকে এই কার্যক্রম পরিচালনা করছি। যানবাহনের ফিটনেস, লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদ করার পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে ঢাকা জেলা ট্রাফিক পুলিশের তিনজন সার্জেন্ট সদস্য আছেন। তারা আমাদের অভিযানে সহায়তা করছেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এসএফ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।