ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

টাঙ্গাইল: বিএনপির ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গণপরিবহন চলছে না।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে ঢাকায় চারটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই এ মহাসড়কে গণপরিবহন চলাচল কমতে শুরু করে।

রোববার (৫ নভেম্বর) সকাল থেকেই মহাসড়কটি গণপরিবহন শূন্য হয়ে পড়ে। তবে পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা, পিকাআপ ও ব্যক্তিগত যান চলাচল করতে দেখা গেছে।

এদিকে সড়কে গণপরিবহন বন্ধ থাকলেও রেলস্টেশনে যাত্রীদের বাড়তি কোনো চাপ লক্ষ্য করা যায়নি। বাসস্ট্যান্ডগুলোতেও তেমন কোনো যাত্রী নেই।  

সংশ্লিষ্টরা বলছেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ গন্তব্যে যাচ্ছেন না। তাই যাত্রীর সংখ্যা তুলনামূলক অনেক কম। তবে মূল শহরের মধ্যে বিভিন্ন ধরনের যানবাহন চলছে।  

এদিকে মহাসড়কসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে গত অবরোধের মতো পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি ও জোরালো টহল না থাকলেও কোথাও বিএনপির কর্মী সমর্থকদের পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।