ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১৭ দিনে ১৫৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
১৭ দিনে ১৫৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস

ঢাকা: অক্টোবরের ২৮ তারিখ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১৫৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটি বলছে,  ‘উচ্ছৃঙ্খল জনতা’ এসব অগ্নিসংযোগ করেছে।

সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে রাজধানীতে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তার তালহা বিন জসীম এসব তথ্য জানান।

তিনি জানান, ২৫টি জেলায় আগুনের ঘটনা ঘটলেও ৩৯ জেলায় কোনো আগুনের ঘটনা ঘটেনি। গাজীপুর জেলায় দিনের চেয়ে রাতে আগুনের ঘটনা বেশি ঘটে। এ ছাড়া ‘উচ্ছৃঙ্খল জনতা’র আগুনে গড়ে দিনে পাঁচটি করে বাস পুড়েছে।  

মিডিয়া সেলের এ কর্মকর্তা জানান, অগ্নিনির্বাপণ কার্যক্রমে সারাদেশে পাঁচজন (ফায়ার সার্ভিস ২ ও তিনজন সাধারণ জনতা) আহত হয়েছেন। নিহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।  

তিনি জানান, সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে ঢাকা সিটি করপোরেশন এলাকায়। দেশের সব বিভাগে ‘উচ্ছৃঙ্খল জনতা’র অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সিলেট বিভাগে কোনো ঘটনা ঘটেনি।  

পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিটিতে ৮২টি, ঢাকা বিভাগে ৩৪টি, চট্টগ্রাম বিভাগে ১৪টি, রাজশাহী বিভাগে নয়টি, বরিশাল বিভাগে ছয়টি, রংপুর বিভাগে ছয়টি, খুলনা বিভাগে দুটি, ময়মনসিংহ বিভাগে একটি আগুনের ঘটনা ঘটেছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গাজীপুর জেলায় সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটে। গাজীপুরে ১৫টি, চট্টগ্রামে আটটি, নারায়ণগঞ্জে ছয়টি, বগুড়ায় পাঁচটি, মানিকগঞ্জে চারটি, ফরিদপুরে চারটি, লালমনিরহাটে চারটি করে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।  

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, উচ্ছৃঙ্খল জনতা দিনের চেয়ে রাতে (সন্ধ্যা ৬টা-সকাল ৬টা) আগুনের ঘটনা বেশি ঘটেছে। দিনে ৬১টি ও রাতে ৯৩টি আগুনের ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।