ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেরপুরে ট্রাকচাপায় প্রকৌশলী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
শেরপুরে ট্রাকচাপায় প্রকৌশলী নিহত

শেরপুর: শেরপুরে ট্রাকচাপায় শাহ মো. মাহবুবুল ইসলাম বুলবুল (৫৫) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) সকালে শহরের নবীনগর এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল দিনাজপুরের সুরিহারি এলাকার মো. আফতাব উদ্দিনের ছেলে। তিনি শেরপুরের ইলিয়াছ কনস্ট্রাকশন ফার্মে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। শহরের মাধবপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বুলবুল মোটরসাইকেল চালিয়ে শেরপুর থেকে নকলার দিকে যাচ্ছিলেন। পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে তার আগেই চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।  

তিনি আরও জানান, শাহ মো. মাহবুবুল ইসলাম বুলবুলের মাথায় হেলমেট ছিল না। এজন্য আঘাত বেশি লেগেছে।  

নিজের নিরাপত্তার স্বার্থে সবাইকে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর অনুরোধ জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।