ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দুই কাভার্ডভ্যানে আগুন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
গাজীপুরে দুই কাভার্ডভ্যানে আগুন 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় পণ্যবাহী দুটি কাভার্ডভ্যানে পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে গাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছে।

 

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, গার্মেন্টসের পণ্যবাহী দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সকালে কাভার্ডভ্যান দুটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় পৌঁছায়। এ সময় ১০-১২জন দুষ্কৃতকারী মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে কাভার্ডভ্যান দুটির গতিরোধ করে। পরে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে গাড়ির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।  

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুরের সালনা এলাকায় দুটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
আরএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।