ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় সাকিবের বাড়ি পাহারায় পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
মাগুরায় সাকিবের বাড়ি পাহারায় পুলিশ

মাগুরা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নের নাম ঘোষণার আগেই জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড়ের বাড়ির সামনে পুলিশ পাহারা বসানো হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে তার বাড়ির সামনে পুলিশ পাহারা দিতে দেখা যায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র কেনার পর থেকেই আলোচনায় ছিলেন সাকিব আল হাসান।

সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, সন্ধ্যায় পর থেকে বাড়ির সামনে পুলিশ পাহারা দিতে দেখা যাচ্ছে। কী কারণে তারা পাহারা দিচ্ছে আমার কিছু জানা নেই।

মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ কলিমুল্লাহ বলেন, পুলিশ কী কারণে পাহারা দিচ্ছে তা আমার জানা নেই। তবে  এটা পুলিশের নিয়মিত টহলের অংশ। সাকিবের বাড়িতে পুলিশ পাহারার বিষয়ে বিশেষ কোনো কারণ নেই।

মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু বলেন, মাগুরা-১ আসনের দলীয় মনোনয়ন কে পাচ্ছেন তা তিনি জানেন না। সাকিবের বাড়ির সামনে পুলিশ মোতায়েন বিষয়টিও তার জানা নেই।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।