ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাকায় বন্ধ হলো উত্তর কোরিয়ার দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, নভেম্বর ২৬, ২০২৩
ঢাকায় বন্ধ হলো উত্তর কোরিয়ার দূতাবাস

ঢাকা: ঢাকায় দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। এখন থেকে নয়াদিল্লির উত্তর কোরিয়ার দূতাবাস থেকে বাংলাদেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো দেখভাল করবে দেশটি।

রোববার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

উত্তর কোরিয়া ১৯৭৪ সালে প্রথমে ঢাকায় দূতাবাস খোলে। চলতি মাসে তারা ঢাকায় মিশন বন্ধ করে দেয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ  ইতোমধ্যেই ঢাকা ত্যাগ করেছেন।

তবে শিগগিরই উত্তর কোরিয়া আবার দূতাবাস চালু করবে বলে বাংলাদেশকে জানিয়েছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়ায়ও বাংলাদেশের দূতাবাস নেই। বেইজিংয়ের দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ রাখে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।