ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি যুবকের পায়ে বিএসএফের গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি যুবকের পায়ে বিএসএফের গুলি

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিবুর রহমান ছুটু (৩২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।  

শনিবার (২ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ছুটুকে রোববার (৩ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ছুটু বোদা উপজেলার নুরপাড়ার হামিদুল ইসলামের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বড়শশী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ ছুটুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ছুটুর বাম উরুতে গুলি লাগে। রোববার সকালে বিজিবি তাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বাংলানিউজকে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাবিবুর রহমান ছুটুর বিরুদ্ধে চোরাচালানের সঙ্গে জড়িত থানার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।