ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালীতে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ আবুল খায়ের মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
মহাখালীতে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ আবুল খায়ের মারা গেছেন

ঢাকা: রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে লাগা আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ আবুল খায়ের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে তার মৃত্যু হয়।

আবুল খায়েরের শরীরের ১৫ শতাংশ দগ্ধ ছিল।

গত বুধবার (৬ ডিসেম্বর) রাতে মহাখালী বাস টার্মিনালের পাশে ফিলিং স্টেশনটিতে অগ্নিকাণ্ড ঘটে। সেসময় আগুন নেভাতে যান পাশের এবিএন সিএনজি ফিলিং স্টেশনের ইঞ্জিনিয়ার আবুল খায়ের। তখন বিস্ফোরণ ঘটলে তিনিও দগ্ধ হন। এ ঘটনায় মোট আটজনকে দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এবিএন সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, রয়েল ফিলিং স্টেশনে যখন আগুন লাগে তখন সেখানে আগুন নেভানোর সময় বিস্ফোরণ ঘটে, এতে আবুল খায়ের দগ্ধ হন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রয়েল ফিলিং স্টেশনের অগ্নিকাণ্ডে দগ্ধ আবুল খায়ের নামে একজন মারা গেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. তরিকুল ইসলাম জানিয়েছিলেন, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। আগুনের তীব্রতা ছিল অনেক বেশি। অনেকের শরীরের অন্যান্য অংশ কম পুড়লেও সবারই শ্বাসনালী পুড়ে গেছে। ফলে সবার অবস্থাই আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।