ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিদেশ ফেরত ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
বিদেশ ফেরত ছেলের ছুরিকাঘাতে বাবা খুন ফাইল ফটো

টাঙ্গাইল: টাঙ্গাইলে বিদেশ ফেরত ছেলের ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের বাঘিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিকী (৬৫) ওই গ্রামের মৃত মেছের আলীর ছেলে। আবু বক্কর সিদ্দিকীর ছেলে গ্রেপ্তার মাসুদ রানা।

নিহতের পরিবারের লোকজন জানান, মাসুদ রানাকে প্রায় ৩ থেকে ৪ মাস আগে ক্রোয়েশিয়ায় পাঠানো হয়। পরে মাসুদ সেখান থেকে ইতালিতে যায়। সেখানে কাজ না পেয়ে মাসুদ পরিবারের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা নেয়। ইতালিতে প্রথম পর্যায়ে কোনো কাজ করতে পারেনি মাসুদ। মাসুদ মাদকাসক্ত ছিল।

নিহতের মেয়ের জামাতা সেলিম রেজা বলেন, দুইদিন আগে ফেসবুকের মাধ্যমে মাসুদের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় মাসুদ বেশ উত্তেজিত হয়ে যায়। পরিবারের অজান্তে মাসুদ বাড়িতে এসে লুকিয়ে থাকে। পরে বৃহস্পতিবার রাতে কোনো এক সময় মাসুদ তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরবর্তীতে রাতেই মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।