ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পান খাচ্ছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল, পেছন থেকে মাথায় আঘাত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
পান খাচ্ছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল, পেছন থেকে মাথায় আঘাত

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে লাঠির আঘাতে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। তার নাম মতিউর রহমান খান (৫০)।

 

আহত পুলিশ কনস্টেবলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় সেলাই করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে কামরাঙ্গীরচর সেকশন বেড়িবাঁধ চৌরাস্তার ঢালে ডিউটিরত অবস্থায় তিনি আহত হন।  

লালবাগ ট্রাফিক জোনের সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, দুপুরে বেড়িবাঁধ এলাকায় ডিউটিরত ছিলেন মতিউর রহমান খান। বাঁধের ঢালে এক দোকানদারের কাছ থেকে পান কিনে খাচ্ছিলেন তিনি। এমন সময় পেছন থেকে কেউ একজন এসে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে তার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান।  

খবর পেয়ে সঙ্গে সঙ্গে মতিউর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায়  সেলাই করেন চিকিৎসকরা। এরপর তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সার্জেন্ট রফিকুল ইসলাম বলেন, কে মতিউরকে পেছন থেকে আঘাত করেছেন, তা তিনি নিজেও দেখতে পারেননি। তার সঙ্গে কারো কোনো ধরনের তর্কাতর্কিও হয়নি। ঘটনাস্থলেই স্টাম্পটি রেখে পালিয়ে গেছে হামলাকারী। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।