ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

বড়দিনের ছুটি কাটাতে দিল্লি গেলেন পিটার হাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, ডিসেম্বর ২২, ২০২৩
বড়দিনের ছুটি কাটাতে দিল্লি গেলেন পিটার হাস

ঢাকা: বড়দিনের ছুটি কাটাতে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস দিল্লি গেছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে তিনি সস্ত্রীক দিল্লি গেছেন বলে নিশ্চিত করেছে বিমানবন্দর সূত্র।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রসচিব। ওই বৈঠকের পর পদ্মায় আসেন মার্কিন রাষ্ট্রদূত। প্রায় আধাঘণ্টা বৈঠক করে পদ্মা থেকে বেরিয়ে যান পিটার হাস।

এর আগে গত ৩০ নভেম্বর একই ভেন্যুতে পররাষ্ট্রসচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেন। সে সময় তাদের মধ্যে হওয়া বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে পিটার হাস শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। ১১ দিন ছুটি কাটিয়ে তিনি ঢাকায় ফেরেন ২৭ নভেম্বর।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
টিআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।