ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে অটোরিকশায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
ফেনীতে অটোরিকশায় আগুন

ফেনী: ফেনীতে গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে শহরের লালপোল এলাকায় এ ঘটনা ঘটে।

অটোরিকশাচালক মুরাদ হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে গাড়ি মেরামত করতে গ্যারেজে আসি। কিছুক্ষণ পর মুখোশ পরা সাত থেকে আটজন লোক এসে পেট্রোল ঢেলে অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। তাদের মধ্যে কামাল নামে একজনের মুখোশ খুলে পরায় চিনে ফেললে তারা আমাকে মারধর করার চেষ্টা করেন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মজিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, নাশকতাকারীদের মধ্যে কামাল নামে একজনকে অটোরিকশাচালক চিনতে পেরেছে বলে পুলিশকে জানিয়েছে। তারা দুজনই শহরের আরামবাগের বাসিন্দা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।