ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজার থেকে ঢাকায় আনা ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
কক্সবাজার থেকে ঢাকায় আনা ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মো. নুরুল আমিন ও মো. ইসমাইল নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

ডিবি জানায়, গ্রেপ্তাররা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করতেন।

ডিবি তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. এনামুল হক মিঠু জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কয়েকজন মাদক কারবারি পিকআপভ্যানে করে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় মাদক বিক্রির জন্য নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।