ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফের চিফ হুইপ লিটন চৌধুরী, শিবচরে আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
ফের চিফ হুইপ লিটন চৌধুরী, শিবচরে আনন্দ মিছিল

মাদারীপুর: মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী দ্বিতীয়বারের মতো চিফ হুইপ ও তৃতীয়বারের মতো সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শিবচরে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে শিবচরে নেতাকর্মীদের আনন্দ মিছিল ও রঙ উৎসব শুরু হয়।

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সমর্থকরাও যুক্ত হন ওই উৎসবে।

জানা গেছে,  বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সড়কের ৭১ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খানসহ দলীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।