ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে হাসপাতালসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৮, জানুয়ারি ২১, ২০২৪
চাঁদপুরে হাসপাতালসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চাঁদপুর শহরের উকিলপাড়া এলাকায় আল-আমিন হাসপাতালসহ চার প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (২১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নেতৃত্বে ছিলেন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

সহকারী পরিচালক নুর হোসেন জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে চাঁদপুর শহরের ট্রাক রোড, পালপাড়া ও উকিলপাড়া এলাকায় বাজার তদারকি অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা না থাকায় ওয়াহিদ স্টোরকে দুই হাজার, জিতু স্টোরকে তিন হাজার, মা বাবার দোয়া স্টোরকে চার হাজার ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় চাঁদপুর আল-আমিন হাসপাতালকে তিন হাজারসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ