ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিকলীতে তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, বন্ধ হয়নি স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
নিকলীতে তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, বন্ধ হয়নি স্কুল

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

মঙ্গলবার সকালে নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাসুম এ তথ্য জানান।  

এদিকে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম বাংলানিউজকে জানান, সকাল সোয়া ৯টায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়নি। এছাড়াও সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ১০টা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্লাস শুরু করা হয়েছে।  

অপরদিকে কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে ঠাণ্ডা বাতাসে স্থবিরতা নেমে এসেছে কিশোরগঞ্জের জনজীবনে। ঠাণ্ডা বাতাসের সঙ্গে ঘন কুয়াশা ভোগান্তি বাড়িয়েছে। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এছাড়াও কৃষিকাজে সমস্যায় পড়েছেন কৃষকেরা। অধিক ঠাণ্ডায় ধানের বীজতলাও ক্ষতি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।