ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ডিশের তার পড়ে চলাচল বন্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ডিশের তার পড়ে চলাচল বন্ধ 

ঢাকা: কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রুটে লাইনের বৈদ্যুতিক মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ডিশের তার পড়ে। এ ঘটনায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল এ রুটে মেট্রোরেলের চলাচল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ট্রেনের যাত্রীরা অভিযোগ করে জানান, সকাল ১১টা ৫০ মিনিট থেকে ১২ টা ৩৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর ১২টা ৩৬ মিনিটের দিকে চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, বাইরে থেকে একটি ডিশের তার মেট্রোরেলের লাইনের ওপর ফেলা হয়। তাই তারটি অপসারণ করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এখন দুই লাইনেই ট্রেন চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এনবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।