ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, জানুয়ারি ২৮, ২০২৪
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাইমা (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

সাইমা বিদ্যাকূট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের সহিদুল মিয়ার মেয়ে। সে শিবপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাসেম জানান, দুপুরে স্কুল ছুটির পর ওই শিক্ষার্থী অটোরিকশায় করে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানান পুলিশে এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৮
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।