ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে জাটকাসহ ১০ জেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, জানুয়ারি ২৯, ২০২৪
বরিশালে জাটকাসহ ১০ জেলে আটক

বরিশাল: বরিশালের বিভিন্ন নদীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৫ মণ জাটকাসহ ১০ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এদের মধ্যে পাঁচ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



সোমবার (২৯ জানুয়ারি) দিনভর তাদের আটক করা হয় বলে জানিয়েছে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।

অভিযানে ছয় লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এ সময় ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হওয়ার পাশাপাশি একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এছাড়া একটি নৌযান জব্দ করেছে নৌপুলিশ।  

বাংলাদেশ সময় ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।