ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাবুদ্দিন সরদার (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত শাহাবুদ্দিন উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের মোল্লাকান্দা গঙ্গাধর গ্রামের খলিল সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।