ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চালের অবৈধ মজুদ: রাণীনগরে ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
চালের অবৈধ মজুদ: রাণীনগরে ব্যবসায়ীকে জরিমানা

নওগা: অধিক মুনাফার আশায় অবৈধভাবে চাল মজুদ রাখার অপরাধে নওগাঁর রাণীনগরে দীনেশ চন্দ্র নামে এক চাল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পারইল ইউনিয়নের পারইল গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুম।

ইউএনও জানান, উপজেলার পারইল গ্রামে চাল ব্যবসায়ী দীনেশ চন্দ্রের বাড়িতে চাল মজুদ করে রাখা হয়েছে এমন গোপন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ওই ব্যবসায়ীর গুদামে ৩৫০ বস্তা চাল অবৈধভাবে মজুদ পাওয়া যায়। অধিক মুনাফার আশায় চাল মজুদ রাখার অপরাধে দীনেশকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবাইদুল হক, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান, পারইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ ও থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।