ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘সুলভ মূল্যে নিরাপদ ও পুষ্টিকর প্রাণিজ আামিষ নিশ্চিত করা হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
‘সুলভ মূল্যে নিরাপদ ও পুষ্টিকর প্রাণিজ আামিষ নিশ্চিত করা হবে’

ঢাকা: সবার জন্য সুলভ মূল্যে নিরাপদ ও পুষ্টিকর প্রাণিজ আমিষ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

বুধবার (৭ ফেব্রুয়ারি) হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিপিআইসিসি) আয়োজিত এ খাতের ‘‘বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও ভবিষ্যৎ করণীয়’’ নির্ধারণ সংক্রান্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি শামসুল আরেফিন খালেদ এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘ব্যবসায়িক পরিবেশ যাতে নিরাপদ থাকে এবং ব্যবসায়ীরা যাতে অযাচিত হয়রানির শিকার না হন, সে বিষয়ে মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা বিশেষভাবে দৃষ্টি রাখবেন। ব্যবসায়িক পরিবেশ সুন্দর হলে খামারের আউটপুট বেশি হবে। ’

তিনি বলেন, ‘সবাই মিলে সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ খাতের উর্বরতা বাড়বে এবং এ খাত সমৃদ্ধ হবে। এ খাতের উন্নয়নের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হবে এবং মানুষের খাদ্য নিরাপত্তা বিশেষ করে পোল্ট্রি, গরুর মাংসসহ অন্যান্য প্রাণিজ আমিষের সহজলভ্যতা নিশ্চিত করা যাবে। ’ 

এসময় মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্ষেত্র নির্ধারণে কর্মপরিকল্পনা তৈরি করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে প্রতিশ্রুতি দেন।  

এছাড়া সম্মিলিতভাবে মানুষের খাদ্য নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করলে বঙ্গবন্ধুর সারা জীবনের লালিত স্বপ্ন এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা- সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
জিসিজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।