ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রেস্তোরাঁয় কাচ্চিতে মরা টিকটিকি, ৩৫ হাজার টাকা জরিমানা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
রেস্তোরাঁয় কাচ্চিতে মরা টিকটিকি, ৩৫ হাজার টাকা জরিমানা  

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি রেস্তোরাঁয় কাচ্চি বিরিয়ানিতে খেতে গিয়ে মরা টিকটিকি পাওয়ার ঘটনা ঘটেছে।  

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করে।

 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অবস্থিত ‘হাজী বিরিয়ানি হাউজ’ নামক একটি হোটেলে এই ঘটনা ঘটে।   

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এই ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা করেন।  

তিনি বলেন, খাবারে মরা টিকটিকি পাওয়ার বিষয়টি হোটেল কর্তৃপক্ষ স্বীকার করেছে। তাদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পাশের অপর একটি হোটেলের ফ্রিজ নোংরা থাকায় ওই কর্তৃপক্ষকেও ৫ হাজার জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে পরিষ্কার, পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের জন্য স্থানীয় সব রেস্তোরাঁ মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মো. উজ্জ্বল হাসান বলেন, মঙ্গলবার রাতে দুই বন্ধুকে নিয়ে হাজী বিরিয়ানি হাউজে কাচ্চি খেতে যাই। এ সময় খাবার একবার মুখে দিতেই দেখি কাচ্চির ভেতর মরা টিকটিকি। ঘটনাটি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা উল্টো খারাপ আচরণ শুরু করে। একপর্যায়ে স্থানীয় লোকজন এসে জড়ো হলে তারা উপজেলা প্রশাসন ও থানায় খবর দিলে এসিল্যান্ড এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।