ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পানি নিয়ে বিয়ে বাড়িতে সংঘর্ষ, বর-কনেসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
পানি নিয়ে বিয়ে বাড়িতে সংঘর্ষ, বর-কনেসহ আহত ১০

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে পানি দিতে দেরি হওয়া নিয়ে বর-কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর-কনেসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কাঞ্চনি বাজার এলাকার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, ওই বাড়ির হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের সঙ্গে একই ইউনিয়নের চর রুহিতা গ্রামের হাওলাদার বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়। শুক্রবার বৌ-ভাতের অনুষ্ঠান ছিল। দুপুরে প্রায় ১৩০ বর যাত্রীরা কনের বাড়িতে যান।  

স্থানীয়রা জানান, নির্দিষ্ট পরিমাণের চেয়েও বর পক্ষের বেশি অতিথি কনে বাড়িতে যান। খাবার পরিবেশনে দেরি হওয়া নিয়ে প্রথম পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে বরের দুলাভাই নাসির পানি চাইলে সেটি দিতে দেরি হওয়ায় উভয়পক্ষের মধ্যে ঝগড়া লাগে। এ সময় বর পক্ষের লোকজন চেয়ার টেবিল ভাঙচুর করেন। এক পর্যায়ে দুইপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।  

এতে বর কামাল হোসেন, কনে রুমা আক্তার, বরের ভগ্নিপতি জহির হোসেন, কনের নানা আনায়ারুল্লাহ, মামা খোরশেদ, মামা স্বপন, প্রতিবেশী রাসেল, ইমন, বরের আত্মীয় রাসেল ও পারভীনসহ দুপক্ষের ১০ জন আহত হন। এদের মধ্যে রাসেল, জহির, পারভীনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।  
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশ।  

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, বর ও কনের বাবাসহ উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করবেন বলে তারা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।