ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে সাংবাদিককে মারধর করে টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
ঝালকাঠিতে সাংবাদিককে মারধর করে টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

ঝালকাঠি: জেলায় সাংবাদিক ও ঠিকাদার আব্দুল মন্নান তাওহীদকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে  পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মনির শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী তাওহীদ ভোরের কাগজ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি ও ঠিকাদার ব্যবসা করেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী মন্নান তাওহীদ জানান, মনিরের সঙ্গে আগে থেকেই তার ব্যবসায়িক বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে গত ১২ ফেব্রুয়ারি সকালে মনির তাকে বাসা থেকে পানি উন্নয়ন বোর্ডের সামনে যেতে বলেন। তিনি সেখানে গেলে মনির লোকজন নিয়ে তাকে ঘাড় ধরে ধাক্কাতে ধাক্কাতে একটি চায়ের দোকানের ভেতর নেন। সেখানে আটকিয়ে রডের চিপ লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ডের অফিস ভবনের রং কেনার জন্য তার পাঞ্জাবির পকেটে থাকা ৭০ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে যান।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সোমবার সকালে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।