ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বেইলি রোড ট্র্যাজেডি

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া: রাজধানীর বেইলি রোডস্থ ভবনে অগ্নিকাণ্ডে নিহত ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের পাঁচজনের মরদেহের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।  

শুক্রবার (১ মার্চ) বিকেল বাদ আসর নামাজের পর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের খন্দকার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

 

এতে আত্মীয়-স্বজন, গ্রামবাসীসহ শোকার্ত মানুষরা অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। এ সময় শোকার্তদের বিলাপে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বেইলি রোডের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার, তার স্ত্রী স্বপ্না বেগম ও দুই মেয়ে কাশপিয়া, উম্মেনূর ও ছেলে সৈয়দ আব্দুল্লাহ্ নিহত হন।

** বাড়িতে পৌঁছাল ৫ মরদেহ, শোকার্ত গ্রামবাসীর ঢল

** ‘ছেলেকে রেখে আল্লাহ আমারে নিয়ে যাইত গা’, মায়ের বিলাপ

** ইতালি যাওয়া হলো না, এক আগুনে সব শেষ

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।