চট্টগ্রাম রিজিয়নে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিজিবির অভিযানে ১৯ কোটি ৫৫ লাখ টাকার চোরাচালান মালামাল উদ্ধার ও ২৭ জন চোরাকারবারি আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) খাগড়াছড়ির যামিনী পাড়া ২৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন।
তিনি জানান, অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ৯টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড গুলি, এক হাজার বোতল বিদেশি মদ, ৩৩০ কেজি গাঁজা, ৮৪০ পিস ইয়াবা, ৪৪৫টি গবাদিপশু, মোবাইল ফোন, বিদেশি সিগারেট, কাপড় ও আতশবাজি।
বিজিবি কর্মকর্তা আরও বলেন, সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
সংবাদ সম্মেলনে ২৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আবুল লেইচসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এডি/এমজে