ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বঙ্গবাজারের নির্মাণ কাজ কবে শুরু, জানালেন মেয়র

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, মার্চ ১৩, ২০২৪
বঙ্গবাজারের নির্মাণ কাজ কবে শুরু, জানালেন মেয়র

ঢাকা: ঈদ-উল-ফিতরের পরেই বঙ্গবাজার মার্কেটের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৩ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা কমিউনিটি সেন্টারে পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে মেয়র এ কথা জানান।

গত বছরের এপ্রিলে বঙ্গবাজারে আগুন লেগে পুরোটাই পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা।  

পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদের তত্ত্বাবধানে অগ্নিকাণ্ডস্থল ব্যবসায়ীদের জন্য প্রস্তুত করা হয়। বঙ্গবাজারের ১.৭৯ একর জায়গাজুড়ে বালি ও ইট বিছানো হয়।

ঘটনার ৮ দিন পর মার্কেটে চৌকি পেতে জামাকাপড় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।  সে সময় দোকানগুলোর ওপরে ছিল না কোনো ছাউনি। বিদ্যুৎ কিংবা পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ছিল না।  

এমন বাস্তবতায় তপ্ত রোদেই চৌকি বসিয়ে এক হাতে ছাতা ধরে, অন্য হাতে মাল বিক্রি করা শুরু করেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এমআইএইচ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।