ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ফার্নিচার পল্লীতে ৯ দোকান পুড়ে ছাই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
নারায়ণগঞ্জে ফার্নিচার পল্লীতে ৯ দোকান পুড়ে ছাই 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার্নিচার পল্লীতে অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল চৌরাস্তার পাশে ফার্নিচার পল্লীতে আগুন লাগে।

এতে প্রায় ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ফার্নিচার পল্লীতে একটি বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ হয়। ফার্নিচার পল্লীতে থাকা একটি লেপ তোষকের দোকানে আগুন লেগে  যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো ফার্নিচার পল্লীতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ততক্ষণে প্রায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ফার্নিচার পল্লীর কয়েকজন মালিক, শ্রমিক আহত হন। সঠিক তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।