বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
নিহতের নাম মজনু হোসেন (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে বাবুগঞ্জের রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার (মাহিন্দ্রা) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় মোটরসাইকেলের চালক মজনুর মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর আরোহী গুরুত্বর আহত হন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহতকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকেলের দিকে নগরের কাশিপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও থ্রি-হুইলারের (মাহিন্দ্রা) সংঘর্ষ হয়। এতে চারজন আহত হয় বলে জানান ইন্সপেক্টর লোকমান হোসেন। তিনি বলেন, দূরপাল্লার বাসটি ঢাকা থেকে বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এমএস/এমজে