ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ইসির

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে ইসি ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বিদেশ সফরে থাকায় বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও নির্বাচন কমিশনার বেগম রাশেদা  সুলতানা নির্বাচন ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আইডিইএ বা স্মার্টকার্ড প্রকল্পসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।