ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

থানায় দলিল লেখকের নামে সাব-রেজিস্ট্রারের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
থানায় দলিল লেখকের নামে সাব-রেজিস্ট্রারের অভিযোগ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলা সাবরেজিস্ট্রার নিতেন্দ্র লাল দাশ এক দলিল লেখকের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রোববার (১৭ মার্চ) কর্মকর্তাদের হুমকি ও গোপনে সরকারি দলিলের ছবি উঠানোর অভিযোগে তিনি মাধবপুর থানায় এই অভিযোগ দেন।

দলিল লেখক আব্দুর রব এনামসহ কয়েকজনকে এতে অভিযুক্ত করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান বাংলানিউজকে জানান, লিখিত আবেদন পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা মিললে এফআইআরভুক্ত গণ্যে মামলা দায়ের হবে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১২ মার্চ দলিল লেখক এনাম ও তার সঙ্গে থাকা কয়েকজন সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে সাবরেজিস্ট্রার নিতেন্দ্র দাশকে কক্ষ থেকে বের হতে বলেন। এ সময় এজলাস চলছিল। কিন্তু সাবরেজিস্ট্রার এজলাস ছেড়ে বের হয়ে না আসায় তারা তাকে ভয়ভীতি দেখান এবং মোবাইলফোনে গুরুত্বপূর্ণ সরকারি দলিলের ছবি ধারণ করে নিয়ে যান। সাবরেজিস্ট্রার বিষয়টি মাধবপুর উপজেলা প্রশাসনকে অবগত করেছেন।

তবে অভিযোগটি মিথ্যা দাবি করে দলিল লেখক এনাম জানান, তিনি সেদিন সাবরেজিস্ট্রি অফিসে ছিলেন না।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।