ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দেবহাটায় খালের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
দেবহাটায় খালের পানিতে ডুবে কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় খালের পানিতে ডুবে নূর নবী (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলার চরশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত নূর নবী ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।  

প্রত্যক্ষদর্শী নুর হোসেন জানান, দুপুরে কয়েকজন শিশু-কিশোরের সঙ্গে গোপাখালি ব্রিজের ওপর থেকে খালের পানিতে ঝাঁপ দেয় নূর নবী। ঝাঁপ দিয়ে পানিতে পড়ার পর দীর্ঘ সময় তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদ হোসেন জানান, পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু খবর জেনেছি।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।