ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলের গ্রেপ্তারকৃত দুই পুলিশ সদস্য কারাগারে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, মার্চ ২৮, ২০২৪
টাঙ্গাইলের গ্রেপ্তারকৃত দুই পুলিশ সদস্য কারাগারে 

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছিনতাই করতে এসে গ্রেপ্তার হওয়া মানিকগঞ্জের দৌলতপুর থানার দুই পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে দুদিনের রিমান্ড শেষে তাদের আদালতে পাঠায় মির্জাপুর থানা পুলিশ।

পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম।

এর আগে গত ২৪ মার্চ রাতে মহাসড়কে একটি পিকআপ ভ্যানের চালক ও তার সহকারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে দুই কনস্টেবলকে আটক করে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাদের নামে মামলা করা হয়। পরে তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ দুই কনস্টেবল হলেন রিপন রাজবংশী এবং মহসিন মিয়া।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।