ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

দামুড়হুদায় পাখিভ্যান দুর্ঘটনায় চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, মার্চ ২৮, ২০২৪
দামুড়হুদায় পাখিভ্যান দুর্ঘটনায় চালকের মৃত্যু প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক মুকরামিন হোসেনের (২৮) মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত মুকরামিন হোসেন (২৮) দামুড়হুদার উজিরপুর গ্রামের মোল্লাপাড়ার হামিদুল ইসলামের ছেলে।  

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দামুড়হুদার শেখ ইটভাটার পাখিভ্যানচালক মুকরামিন ইট বোঝাই করে উজিরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের দামুড়হুদা মডেল মসজিদের সামনে পাখিভ্যানের নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি গাছে সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন চালক মুকরামিন। স্থানীয়রা তাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।