ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিনে নেওয়া তরমুজ খারাপ হওয়ার জেরে সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
কিনে নেওয়া তরমুজ খারাপ হওয়ার জেরে সংঘর্ষ

হবিগঞ্জ: জেলায় বাজার থেকে কিনে নেওয়া তরমুজ খারাপ হওয়ার জেরে দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাতে জেলা সদরের শায়েস্তানগরে এ ঘটনা ঘটে।

এতে দুইপক্ষের ৭-৮ জন আহত হন।

পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলে শায়েস্তানগরে রাজু মিয়ার দোকান থেকে একটি তরমুজ কেনেন বহুলা এলাকার সৈয়দ আলীর পরিবারের এক সদস্য। এরপর রাতে সৈয়দ আলী দোকানে এসে তরমুজ খারাপ হয়েছে জানিয়ে কৈফিয়ত চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইজনের পক্ষ নিয়ে মোহনপুর ও বহুলা গ্রামের কিছু লোক সংঘর্ষে ঝড়িয়ে পড়েন।

এ ঘটনায় প্রথমে শায়েস্তানগরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে বাইপাস সড়কে দুইপক্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান ও পরিদর্শক মোছলেহ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয়পক্ষের ৭-৮ জন আহত হয়েছেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় সৈয়দ আলীর লোকজন কিছু তরমুজের ক্ষতি করেন।

পুলিশ পরিদর্শক মোছলেহ উদ্দিন বাংলানিউজকে বলেন, সংঘর্ষে যারা জড়িত পুলিশ তাদের পরিচয় শনাক্তে কাজ করছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।