ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় সেচ দেওয়া নিয়ে মারামারিতে কৃষক খুন, আটক ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
তারাকান্দায় সেচ দেওয়া নিয়ে মারামারিতে কৃষক খুন, আটক ৩ 

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ফসলি জমিতে সেচ মেশিনে পানি দেওয়াকে কেন্দ্র করে মো. শিপলু সরকার (৪২) নামে এক কৃষক খুন হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের মধ‍্যে উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত‍্যু হয়।  

এর আগে সকাল ১০টার দিকে তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের চাড়িয়া চরপাড়া গ্রামে দুই পক্ষের মারামারিতে আহত হন চারজন। পরে স্থানীয়রা আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিপলু সরকার।

এ ঘটনায় সাতাব উদ্দিন (৬০), মো. ওয়াসিম মিয়া (৪৫) ও ঝিনুক (২২) নামে তিন ব‍্যক্তিকে আটক করেছে পুলিশ।  

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী জানান, নিহত শিপুল সরকারদের সঙ্গে একই গোষ্ঠীর সাতাব উদ্দিন ওরফে সাতু সরকারদের মধ‍্যে ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।