ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
পাটগ্রামে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে ধাক্কায় আব্দুল রাজ্জাক (৪২) নামে রেলওয়ের খালাসি পদের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।  

শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুণ্টির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল রাজ্জাক রংপুর জেলার মিঠাপুকুরের বলদি পুকুরের শালাইপুর গ্রামের মৃত সেকেন্দার আলী ছেলে। তিনি লালমনিরহাট রেলওয়ে বিভাগের খালাসি পদে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, দুপুরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ৬৫ নম্বর কমিউটার ট্রেনে বুড়িমারী আসেন রেলওয়ে কর্মচারী আব্দুর রাজ্জাক। পরে একটি ভ্যানে করে ঘুণ্টি বাজার গিয়ে পায়ে হেঁটে বন্ধুর বাড়ি যাওয়ার সময় ওই কমিউটার ট্রেনটি ফিরতি পথে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  

বুড়িমারী রেলওয়ে দায়িত্বরত স্টেশন মাস্টার নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত আব্দুর রাজ্জাক আমাদের রেলের একজন কর্মচারী। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার এলেই মরদেহটি হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।