ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

তীব্র তাপদাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে খাবার পানি সরবরাহ করবে ঢাকা ওয়াসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
তীব্র তাপদাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে খাবার পানি সরবরাহ করবে ঢাকা ওয়াসা

ঢাকা: বাংলাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকির বা শরীরে পানি শূন্যতার আশঙ্কা দেখা দিয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে রাজধানীর জনবহুল পয়েন্টে খাবার পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে ঢাকা ওয়াসা।

রোববার (২১ এপ্রিল) ঢাকা ওয়াসা উপ প্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, ঢাকা ওয়াসার গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে সারা বাংলাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকির বা শরীরে পানি শূন্যতার আশঙ্কা দেখা দিয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকা মহানগরীর জনবহুল পয়েন্টে খাবার পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে ঢাকা ওয়াসা (সকাল ১১টা থেকে বিকেল ৫টা)। আপনাদের প্রয়োজনে পাশেই থাকছে ঢাকা ওয়াসার পানি সেবা।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।