ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধানক্ষেতে কাজ করতে গিয়ে গরমে অসুস্থ হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
ধানক্ষেতে কাজ করতে গিয়ে গরমে অসুস্থ হয়ে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধানক্ষেতে কাজ করতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে জিল্লুর রহমান (৩৫) নামে এক কৃষক মারা গেছেন।  

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার সলপ ইউনিয়নের চর তাড়াবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জিল্লুর রহমান ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।  

সলপ ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে সোনতলা তাড়াবাড়িয়া মাঠে নিজের ধানক্ষেতের পরিচর্যা করতে যান জিল্লুর। সেখানে গরমের মধ্যে কাজ করার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় আশপাশের ক্ষেতের কৃষকরা জিল্লুরকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিতে বলেন। পরে সিরাজগঞ্জে নেওয়ার পথে মারা যান তিনি।  

সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোনতলা তাড়াবাড়িয়া মাঠে ক্ষেতে কাজ করার সময় গরমে অসুস্থ হয়ে কৃষক জিল্লুর রহমান মারা গেছেন।  

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম বলেন, গরমে অসুস্থ হয়ে কৃষকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে তিনি হিট স্ট্রোকে মারা গেছেন কিনা, তা নিশ্চিত নয়।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।