ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে গোড়ালি উড়ে গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, মে ৫, ২০২৪
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে গোড়ালি উড়ে গেল যুবকের

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৫ মে) সকালে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার মো. রফিক, গর্জনিয়া এলাকার মো. আব্দুল্লাহ ও কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। তাদের মধ্যে আব্দুল্লাহর দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

এর আগে শনিবার (৪ মে) রাতে একই এলাকায় মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত হন। তারা সবাই অবৈধভাবে সীমান্ত পার হয়ে মিয়ানমারে গরু আনতে গিয়েছিলেন। সেখানে আরাকান আর্মি ও সে দেশের সেনাবাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তারা আহত হন বলে স্থানীয়রা জানান।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরাপত্তা জোরদার করেছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মে ৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।