ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গভীর রাতে শিক্ষক দম্পতিকে মেরে টাকা-গয়না লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মে ৯, ২০২৪
গভীর রাতে শিক্ষক দম্পতিকে মেরে টাকা-গয়না লুট

সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে গভীর রাতে জানালার গ্রিল কেটে এক শিক্ষক দম্পত্তির ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল। এ সময় ওই দুই শিক্ষককে বেদম মারধর করা হয়।

বুধবার (০৮ মে) দিনগত ২টার দিকে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ধুবিল মোমেনশাহী গ্রামে আবু সাইদ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আবু সাইদ মাস্টার (৫৯) আয়শা ফজলার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তার স্ত্রী আমেনা খাতুন কেয়া ঝাটিবেলাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (৪৮)। তারা রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আমেনা খাতুনের ছোট বোন সুমা খাতুন ও স্থানীয়রা জানান, বুধবার দিনগত রাত ২টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির পেছনদিকের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। ৪-৫ জন মিলে আবু সাইদ মাস্টারের মুখের ভেতরে ওড়না ঢুকিয়ে দেন এবং তাকে বেঁধে ফেলেন। তার স্ত্রী আমেনা খাতুন কেয়াকে মারধর করে আলমারির চাবি নিয়ে নগদ ৬ লাখ টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার নিয়ে  তারা ঘরের বাইরে থেকে তালা দিয়ে চলে যান।

সুমা খাতুন বলেন, আহত অবস্থায় আমেনা খাতুন তখন আত্মীয়-স্বজনদের ফোন করেন। রাতেই প্রতিবেশী ও স্বজনরা তাদের হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে তখনই ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, আবু সাইদ ও তার স্ত্রী দুজনেই শিক্ষক। তাদের বাড়িটাও সুরক্ষিত। বাড়ির মেইন গেট তালা দিয়ে অন্য সবগুলো ঘরের দরজা খোলা রেখে ঘুমাচ্ছিলেন ওই দম্পতি। এ অবস্থায় গভীর রাতে পেছনদিকের জানালার গ্রিল কেটে একজন ডাকাত ভেতরে প্রবেশ করেন। পরে সে মেইন গেইট খুলে দিলে বাকি ডাকাতরাও ঢুকে শিক্ষক দম্পতিকে মারধর করে টাকা ও গয়না লুট করে পালিয়ে যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভিকটিম দুজনেই হাসপাতালে ভর্তি আছেন। তারা সুস্থ হয়ে এলে মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ০৯, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।